Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


নারী-পুরুষের ক্যাম্প
ইনকিলাব ডেস্ক : মার্কিন মেরিনে নতুন যোগ দিতে যাওয়া প্রায় অর্ধশত নারী সৈনিক এই প্রথমবারের মতো পুরুষ সৈনিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে। এরআগে মার্কিন নৌবাহিনী নির্দিষ্ট লিঙ্গের প্রশিক্ষক দিয়ে নারী ও পুরুষদের পৃথক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতো। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এখন, এক নারী প্লাটুন ও পাঁচ পুরুষ প্লাটুন নিয়ে থার্ড রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন পারিস আইর‌্যান্ড রিক্রুট ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ শুরু করবে। এতে আরো বলা হয়, প্রশিক্ষণের দক্ষতার স্বার্থে মেরিন কোর্পস নেতৃত্ব এমন সিদ্ধান্ত নেন। এএফপি।

অফিস গুটাচ্ছে ফাতাহ
ইনকিলাব ডেস্ক : নিরাপত্তার অভাবে ফিলিস্তিনের গাজা থেকে সব অফিস গুটিয়ে নিচ্ছে দেশটির স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ। ফাতাহর মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজায় সংগঠনটির সব অফিস বন্ধ থাকবে। গাজায় ফিলিস্তিনি সম্প্রচার সংস্থার প্রধান কার্যালয়ে গত শুক্রবার ভোরে মুখোশধারী বন্দুকধারীরা হামলা চালিয়ে যন্ত্রপাতি ভাঙচুর এবং অনেক কর্মীকে আহত করেছে। আনাদোলু।

নেপালে নতুন আইন
ইনকিলাব ডেস্ক : বৃদ্ধ মা-বাবার দেখভালে এক নতুন আইন চালু করতে যাচ্ছে নেপাল সরকার। এতে তাদের সেবা-যত্ন ও সুন্দর জীবন কাটাতে অর্থনৈতিক নিশ্চয়তার কথা বলা হয়েছে। নতুন এ আইন অনুযায়ী- উপার্জনকারী সন্তানকে ষাটোর্ধ্ব মা-বাবার জন্য তার আয়ের পাঁচ থেকে ১০ শতাংশ ব্যাংকে জমা দিতে হবে। মন্ত্রিপরিষদের বৈঠকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ সংশোধন করে একটি নতুন বিল উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এনডিটিভি।

ত্রিপক্ষীয় বৈঠক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠক ডাকবে আঙ্কারা। আগামী ৩১ মার্চ তুরস্কের স্থানীয় নির্বাচনের পর আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে এ বৈঠকের আয়োজন করা হবে। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। আনাদোলু।

সাক্ষাৎকার প্রকাশে আপত্তি
ইনকিলাব ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসকে সাক্ষাৎকার দিয়ে পরে তা প্রচার করতে নিষেধ করেছেন। সাক্ষাৎকারে এমন কিছু অংশ আছে, যা পরে মিসরের কাছে আপত্তিকর মনে হয়েছে। মিসরে ‘রাজনৈতিক কারণে কাউকে আটক করে রাখা হয়নি’ এবং ‘ইসরাইলে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে’, এরকম কথা সাক্ষাৎকারে বলেছিলেন সিসি। সিবিএস।

টুইট করার দায়ে
ইনকিলাব ডেস্ক : আইফোন ব্যবহার করে নববর্ষের শুভেচ্ছা জানানোয় সংশ্লিষ্ট কর্মীদের শাস্তি দিয়েছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। টুইটারের ওই অ্যাকাউন্টটি হুয়াওয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা বার্তার নিচে স্বয়ংক্রিয়ভাবে লেখা হয়ে গিয়েছিল, ‘আইফোনের টুইটার অ্যাপ ব্যবহার করে লেখা।’ সংশ্লিষ্ট দুই কর্মীকে একধাপ করে পদাবনতি দেওয়া হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ