Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকার বিনিময়ে নতুন বই পেল শিক্ষার্থীরা!

সিংড়া,(নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী উচ্চ বিদ্যালয়ে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের বই দেয়ার অভিযোগ উঠেছে স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা নিবার্হী অফিসার ওই স্কুলের প্রধান শিক্ষকসহ স্কুল ম্যানেজিং কমিটিকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।
অভিভাবক ও স্থানীয়রা জানান, সারাদেশে সরকার বিনামূল্যে বই দিয়ে বই উৎসব পালন করেছে। কিন্তু উপজেলার মহিষমারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ৯ম শ্রেণী পর্যন্ত ৪৫০ জন শিক্ষার্থীকে বই নিতে প্রত্যেককে গুনতে হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। এমনকি টাকা দিতে না পারায় ওই স্কুলের ২৫-৩০ জনকে বই দেয়া হয়নি। স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী বিথির পিতা ভ্যানচালক বাবলু জানান, আমি একজন ভ্যানচালক দিন এনে দিন খাই। টাকা দিতে পারিনি বলে আমার মেয়েকে বই দেয়নি। পরে টাকা ধার করে নিয়ে বই এনেছি। একই শ্রেণীর সুমাইয়া খাতুনের বাবা সেকেন্দার জানান, শুনেছি প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দেয়, আমরা গরীব বলে কি আমাদের ছেলে-মেয়ে বই পাবে না। এবিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আ. আলিম জানান, সেশন ফি হিসেবে টাকা নেয়া হয়েছে। রশিদ দেয়া হয়নি কেন চানতে চাইলে তিনি বলেন পরে দেয়া হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, ম্যানেজিং কমিটির সভায় এ টাকা নেয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে এটা সেশন ফি হিসেবে গণ্য হবে। বই না পেয়ে ছাত্র-ছাত্রীরা ফিরে গেল কেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, সেদিন কোনো সেশন ফি নেয়া যাবে না, এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল ম্যানেজিং কমিটিকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



 

Show all comments
  • শেখ হাসিনার অনুসারী ৩ জানুয়ারি, ২০১৯, ১:২৬ এএম says : 0
    এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিনামূল্যে বই বিতরন উৎসব এর জন্য বাদা ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীরা

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ