Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন বছরে বিশ্বব্যাপী শান্তি স্থিতি কামনা এরদোগানের

নিজেদের নাগরিকদের নিরাপত্তা স্থিতিশীলতা ও ভবিষ্যতের নিশ্চয়তা একমাত্র লক্ষ্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বিশ্ব মানবতার শান্তি ও স্থিতি কামনা করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। নতুন বছরের বার্তায় এরদোগান বলেন, বিশ্বজুড়ে স্থিতিশীলতা, ন্যায়বিচার, সংযম ও শান্তি প্রত্যাশা করছি। এছাড়াও জেরুজালেম, দামেস্ক, বাগদাদ, কায়রো, ত্রিপোলি, সারাজেভো ও ক্রিমিয়ার মানুষের অধিকারের সুরক্ষা দাবি করছি। এরদোগান বলেন, এ অঞ্চলের কোনো ঘটনার জন্য তুরস্ক দায়ী নয়। কাজেই এসব ঘটনার শিকার হওয়ারও প্রশ্ন আসে না। সীমান্ত পেরিয়ে তুরস্ক ২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুটি অভিযান চালিয়েছে। একটি হচ্ছে-ইউফ্রাটিস শিল্ড, অন্যটি অপারেশন অলিভ ব্রাঞ্চ। পিওয়াইডি বা পিকেকে এবং আইএস যোদ্ধাদের উচ্ছেদ করেতই এ দুটি অভিযান চলে। এরদোগান বলেন, কোনো দেশের মাটি, সার্বভৌমত্ব ও অধিকার নিয়ে তুরস্কের কোনো পরিকল্পনা নেই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে-নিজেদের নাগরিকদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যতের নিশ্চয়তা দেয়া। দ্রুতই সিরিয়ায় ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে একটি অভিযানের ইঙ্গিত দিয়েছেন এরদোগান। তিনি বলেন, ইরাকের স্থিতিশীলতায় তার দেশ অব্যাহত অবদান রেখে যাবে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বব্যাপী শান্তি স্থিতি কামনা এরদোগানের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ