মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানে আহত ৯
ইনকিলাব ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে নয়জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত নয়জনের মধ্যে আটজন গাড়ির আঘাতে আহত হন। বাকি একজনকে আহত করেছেন ওই চালক নিজে। দ্য জাপান টাইমস।
যুক্তরাজ্যে আহত ৩
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইংরেজি বর্ষবরণের উৎসবে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাতে ম্যানচেস্টারের ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনের এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার পুলিশ। বিবিসি।
ইরানে তালেবান
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে ইরান সফর করেছে তালেবানের একটি প্রতিনিধি দল। তেহরানের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দলটির সদস্যরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালেবানের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করা হয়েছে। ইরনা।
মার্কিন গুপ্তচর
ইনকিলাব ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় পল উইল্যান নামের যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি এবং কেজিবি’র বিবৃতিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর গুপ্তচরবৃত্তির সময় রুশ কর্তৃপক্ষের হাতে পড়ে ওই মার্কিন নাগরিক। বিবিসি।
বিমানবন্দরে বোমাতঙ্ক
ইনকিলাব ডেস্ক : নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের স্কিপোল বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া ৫১ বছর বয়সী ওই কানাডীয় ব্যক্তি দাবী করেছিল যে, তার কাছে বোমা আছে। নেদারল্যান্ডসের বর্ডার পুলিশ এজেন্সির মুখপাত্র জোন্না হেলমন্ডস বলেন, বিমানবন্দরের ডিপার্চার হলে সোমবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটেছে। রয়টার্স।
ভূমিধসে নিহত ৯
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুকা বুমি জেলায় সোমবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে এখনো ৩৪ জন। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা এই তথ্য জানান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছে। সিনহুয়া, এবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।