মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় ২শ’ ৩০ কেজি হেরোইন এবং পাঁচ কেজি কোকেনসহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কলম্বো পুলিশ। সোমবার স্থানীয় সময় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কলম্বোর বিখ্যাত হোটেল মাউন্ট লাভিনিয়া থেকে তাদের আটক করা হয়। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম কলম্ব গ্যাজেট।
প্রতিবেদনে বলা হয়, এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান উদ্ধার। যার আনুমানিক মূল্য প্রায় ২৪০০ মিলিয়ন রুপি। এতে আটক দুই বাংলাদেশি হলেন, বগুড়ার মো. জামাল উদ্দিন (৪৪) এবং জয়পুরহাটের বাসিন্দা দেওয়ান রাফিউল ইসলাম (২৯)।
স্থানীয়রা জানান, ঘটনায় আটক দুই বাংলাদেশি দীর্ঘদিন যাবত সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে বসবাস করতেন।
এ হেরোইন উদ্ধারের বিষয়ে জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে আমাকে বিষয়টি জানানো হয়েছে। আমরা এ বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছি।
উল্লেখ্য, এর আগেও গত ১৭ ডিসেম্বর ওপর এক বাংলাদেশি যুবকের কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকা মূল্যমানের ৩২ কেজি হেরোইন উদ্ধার করেছিল শ্রীলঙ্কা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।