Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে জামাত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ৩:০০ পিএম

কেরানীগঞ্জে জামাত-শিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সোমবার গভীর রাতে নাশকতা কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতিকালে হাসনাবাদ হাউজিং এলাকায় জৈনক আব্দুল মজিদ মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল ও বিপুল পরিমান জিহাদী বই ও প্রশিক্ষন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- জয়নাল আবেদিন(৫২), তারিকুল ইসলাম(৩০), আতিয়ার রহমান((৩০), আল-আমিন(২৫), আবু তাহের(২২) ও কামরুজ্জামন ওরফে শামীম(৫২)। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোঃ শাহজামান আজ মঙ্গলবার(০১জানুয়ারী) দুপুর ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই ইমরান উকিল জানান, গ্রেফতারকৃতরা সোমবার রাতে হাসনাবাদ এলাকায় কোন নাশকতা কর্মকান্ড ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছেছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই,প্রশিক্ষন সরঞ্জামাদী ও চারটি তাজা ককটেল উদ্ধার করি।এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জয়নাল আবেদিনের বাবার নাম মৃত নুরুল ইসলাম। বাড়ি দোহারের মকসেদপুর এলাকায়। তারিকুল ইসলামের বাবার নাম মোঃ ইয়াছিন আলী। বাড়ি সাতক্ষিরার ছয়ঘরিয়া ঢালি বাড়ি। মোঃ আতিয়ার রহমানের বাবার নাম মৃত শেখ ফজলুর রহমান। বাড়ি দোহারের ইউসুপপুর এলাকায়। আল-আমীনের বাবার নাম মোবারক আলী। বাড়ি নাগেশ্বরী থানার নেপারকুচি গ্রামে। আবু তাহেরের বাবার নাম মৃত রফিকুল ইসলাম। বাড়ি কুমিল্লা সদর থানার গুচ্ছি গ্রামে। কামরুজ্জামানের বাবার নাম খলিলুর রহমান। বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মহেশপুর গ্রামে। এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান বলেন, নাশকতার প্রস্তুতিকালে জামাত-শিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাথে আরো কেহ জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ