Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় জাসদ নেতা গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১:০১ পিএম | আপডেট : ৫:৩৪ পিএম, ১ জানুয়ারি, ২০১৯

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভোট গ্রহণের দিন পুলিশের উপর হামলা মামলায় জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে শহরের সানকিপাড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, গত রোববার ভোট গ্রহণের দিন ফুলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তখন ফুলবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরের পিস্তল ছিনতাই করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি ময়মনসিংহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি মিন্টু।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম মিন্টু ওই আসনের মহাজোট থেকে জাসদের হয়ে প্রার্থী ছিলেন। কিন্তু শেষতক তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ