বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর-৩ আসনের বড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে দূর্বত্তদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম মাসুদ আলম। সে একই উপজেলার বশিকপুর ইউনিয়নের নুরুল আমিনের ছেলে ও যুবদল কর্মী। সোমবার বিকেলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মজিবুর রহমান গুলিবিদ্ধ মরদেহের পরিচয় ও যুবদল কর্মী বলে নিশ্চিত করেন। সে সদর উপজেলার বশিপুর এলাকার বাসিন্দা হলেও লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদীয় আসনের ভোটার ছিল মাসুদ। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে। সে বিষয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। মামলার প্রস্তুুতি চলছে। এ দিকে মাসুদ চট্টগ্রামে থাকত এবং ভোটের আগের দিন সে বাড়িতে আসছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ভোটের আগেরদিন রাত (রোববার) সাড়ে ১১ টার দিকে ভোট কেন্দ্রের পিছনের ডোবা থেকে মাসুদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় যুবলীগ কর্মী জহির ও রাকিব হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি না করে চিকিৎসা দিয়ে নিয়ে যায় স্বজনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।