বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি তুচ্ছ ঘটনায় তর্কে জড়িয়ে কক্সবাজারে এক রিক্সা চালককে খুন করা হয় বলে জানাগেছে।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে মুজিবুর রহমান (৩০) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
৩০ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার এলাকায়। ঘটনায় জড়িত খুনি এখনো আটক হয়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মুজিব স্থানীয় দোকানদার আবদুল খালেককে বাসায় পৌঁছে দিতে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হয়।এসময় জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার শোনা মিয়ার পুত্র মহিউদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়।
এর জের ধরে মুজিবকে হত্যা করা হয় বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।