Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক পররাষ্ট্রমন্ত্রী কাতারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গতকাল রোববার একদিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার গেছেন। এ সফরে তিনি কাতারের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
কাতারে পৌঁছার পরই কোরেশি সে দেশটির প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খালিফা এবং উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে-সানিসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
জানা গেছে, এসব বৈঠকে সামগ্রিকভাবে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়া, পাকিস্তান ও কাতারের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়েও তারা আলোচনা করেন। সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ