Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের আলোচিত নায়িকা জয়া আহসান ও পূজা চেরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এ বছর চলচ্চিত্র নায়িকাদের মধ্যে আলোচনায় ছিলেন জয়া আহসান ও নবাগত নায়িকা পূজা চেরী। এছাড়া মোটামুটি আলোচনায় ছিলেন বুবলী, পরীমনি ও মাহিয়া মাহি। বছরের শুরুতে জয়া আহসান অভিনীত পুত্র সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য না পেলেও জয়া আহসানের অভিনয় প্রশংসিত হয়। এছাড়া ফেব্রæয়ারিতে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের (ইস্ট) জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করে আলোচিত হন। এ বছর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার প্রযোজিত প্রথম সিনেমা দেবী বেশ আলোচিত হয়। এ বছর চলচ্চিত্রে অভিষেক হয় নবাগতা পূজা চেরী। বছরের শুরুতে পূজার নূর জাহান মুক্তি পায়। এ সিনেমা দিয়ে পূজা আলোচনায় আসেন। এরপর পোড়ামন ২ এবং দহন সিনেমা দিয়ে নায়িকা হিসেবে সাড়া ফেলেন তিনি। শিশুশিল্পী থেকে নায়িকা পূজার অভিষেক বেশ ভালভাবে হয়। বছরের আরেক আলোচিত নায়িকা শবনম বুবলী। রোজার ঈদে বুবলী অভিনীত সুপার হিরো এবং চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া সিনেমা দুটি মুক্তি পায়। ঈদুল আযহায় মুক্তি পায় ক্যাপ্টেন খান। তিন সিনেমা দিয়ে বুবলী ছিলেন আলোচনায়। নায়িকাদের মধ্যে বছরের সর্বাধিক মুক্তিপ্রাপ্ত (পাঁচটি) সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তবে কোনো সিনেমার জন্যই খুব বিশেষ আলোচিত হননি মাহি। তবে তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে জান্নাত। গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা স্বপ্নজালে অভিনয় করে আলোচনায় ছিলেন পরীমনি। সিনেমা মুক্তির পর তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এর বাইরে ব্যক্তিগত জীবনে প্রেম ও বিয়ের গুঞ্জনে আলোচনায় ছিলেন এই নায়িকা। বছরের শুরুর দিকে শাকিব খানের সঙ্গে ‘আমি নেতা হবো’ সিনেমার মাধ্যমে প্রায় আট বছর পর জুটি বেঁধেছিলেন মিম। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। এরপর মিম অভিনীত পাষাণ মুক্তি পেয়েছিল। এতেও তেমন কোনো ফল হয়নি। ঢাকাই ছবির আরেক নায়িকা ববিকে নিয়ে বছরের মাঝামাঝি সময়ে কিছুটা মাতামাতি হয়েছিল। তার বিগ বাজেটের সিনেমা বিজলি নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন। শেষ পর্যন্ত সাফল্যের দেখা পাননি তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়িকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ