Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১১:০৯ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইরে লাইনচ্যুত হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন শ্রীপুর স্টেশনের স্টেশন মাষ্টার মো. হারুন অর রশিদ।

হারুন অর রশিদ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতখামাইর স্টেশন পার হওয়ার পর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ করে। পর শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ