Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে কুমিল্লায় ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসন মানিকার চর হাইস্কুল মাঠে গতকাল মঙ্গলবার বিএনপির পূর্বনির্ধারিত জনসভায় ১৪৪ ধারা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, কুমিল্লা-১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সরকারের দু:শাসনে দেশ বসবাসের অযোগ্য হয়ে পরেছে। তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ধানের শীষের গণজোয়ার দেখে সরকার ভয়ে অস্থির। তারা বিএনপির সভা-সমাবেশ বন্ধ করতে নগ্নভাবে প্রশাসনকে ব্যবহার করছে। বিরোধী দল ও মতকে সহ্য করতে পারছে না। আ.লীগ সরকার ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে বিরোধী দলশূন্য নির্বাচনী মাঠ তৈরির জন্য বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে সরকারের এই বাকশালী নগ্ন আচরণে দেশবাসী বিস্ময়ে হতবাক। ড. মোশাররফ গতকাল মঙ্গলবার কুমিল্লা-২ আসনে তিতাস উপজেলায় গণসংযোগকালে জিয়ারকান্দি, কড়িকান্দি ও বাতাকান্দিতে ৩টি পথসভায় বক্তৃতা করেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আক্তারুজ্জামান সরকার, মো. সাদেক হোসেন সরকার, মো. সালাহ উদ্দিন সরকার, ওসমান গণি ভূইয়া, চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, আবুল হোসেন মোল্লা প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. মোশাররফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ