Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। এসময় তার কাছে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক পুলিশ সদস্যের নাম সিহাব রাজ (বিপি-৯৪১৩১৫৭৫৭৩)। গতকাল সকালে চট্টগ্রাম থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সন্দেহ হলে গ্রিন চ্যানেলে নিয়ে তাকে তল্লাশি করা হলে কোমরে থাকা ব্যাগে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। সিহাব রাজ কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন। কিন্তু একটি ব্যক্তিগত মামলার কারণে বর্তমানে সাসপেন্ড রয়েছেন বলে তিনি সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ