Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন বিজ্ঞাপনে মডেল হলেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

ভিশন ইলেকট্রোনিক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। ২০১৬ সালের এপ্রিল থেকে এই প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি যুক্ত আছেন। ভিশনের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে, তখন থেকেই প্রতিষ্ঠানটির নানা পণ্যের প্রচারণায় অংশ নিয়ে আসছেন তিনি। এ ধারাবাহিকতায় আবারও ভিশনের নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটিতে এগিয়ে যাওয়া নতুন এক বাংলাদেশকে তুলে ধরবেন তিনি। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু মনোরম লোকেশনে বিজ্ঞাপনটির চিত্রায়ণ হয়েছে। জাহিদ হাসান বলেন, আমার মনে হয়েছে এর আগে যে কয়টি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, সেটা নাম মাত্র ছিল। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের রেসপন্সিবলিটি কী, এর রে¯েপক্টের জায়গাটা ও নার্সিংয়ের জায়গাটা কোথায়? ওনারশিপের জায়গাটা কোথায়, সেটা ভিশনের সঙ্গে থেকে ভালোভাবে অনুধাবন করেছি। তিনি বলেন, ভিশন সুন্দর মুখের হাসি দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভরিয়ে তুলেছে। সারাদেশে তাদের বর্তমান অবস্থান কী সেটাই উঠে আসবে এখানে। উঠে আসবে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন প্রাণ আরএফএলÑএর ইন হাউস নির্মাতা নাফিস রেজা মনি। ভিশনের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ বলেন, এটা ভিশনের থিমেটিক টিভিসি। টোটাল ভিশনকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এক মিনিটের বিজ্ঞাপনচিত্রে। প্রথম যখন ভিশন আসে তখন আমাদের নির্ভর করতে হতো বিদেশি অনেক প্রযুক্তির উপরে। বর্তমানে শতকরা ৬০ ভাগ পণ্য আমরা নিজেরা তৈরি করছি। বাংলাদেশে আবহাওয়া উপযোগী করে পণ্যগুলো আমরা তৈরি করছি। এর মধ্যে আছে রেফ্রিজারেটর, ইকেট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার, রুম হিটার, সিলিং ফ্যান, নেট ফ্যান প্রভৃতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডেল

৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ