Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগাছায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৬

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৪ পিএম

রংপুরের পীরগাছায় নির্বাচন বানচাল, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও ওয়ারেন্টভূক্ত জামায়াত বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাওলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজির হোসেনকে আটক করে পুলিশ। নাজির হোসেন পারুল ইউনিয়নের সৈয়দপুরে নির্বাচনী ক্যাম্প ভাংচুর মামলার এজাহার নামীয় আসামী। এছাড়া তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামের ওসমান আলী (৪৫) ও ইটাকুমারী ইউনিয়নের দূর্গাচরণ গ্রামের শহিদুল ইসলাম (৪০) নির্বাচন বানচাল পরিকল্পনার মামলার এজারহারভূক্ত আসামী। অপরদিকে অন্নদানগর ইউনিয়নের যাদুলস্কর গ্রামের আবুহেনা ও পীরগাছা ইউনিয়নের শুকানপুকুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুজ্জামানকে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মী।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, অভিযান চালিয়ে নির্বাচন বানচাল, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও ওয়ারেন্টভূক্ত জামায়াত বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ