বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের বাজারে গতকাল রোববার থেকে স্বর্ণের দাম বাড়ার কথা থাকলেও বাড়ছে না। মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে ছয় ঘণ্টা পরই তা পরিবর্তনের করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা গতকাল থেকে কার্যকর করার কথা ছিল। কিন্ত দাম বাড়ানোর ঘোষণা দেয়ার ৬ ঘণ্টা পর রাত সোয়া ১২টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।
গতকাল বিষয়টি নিশ্চিত করে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল বলেন, দাম বাড়ানোর পরই ক্রেতারা বিভিন্ন প্রতিক্রিয়া জানান। বড়দিন, ইংরেজি নববর্ষসহ বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের কারণে অনেক অর্ডার রয়েছে। এ সময় ক্রেতারা দাম না বাড়ানোর অনুরোধ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরে স্বর্ণের দাম না বাড়ানোর বিষয়ে জরুরি সভায় বসে বাজুস। সভায় পূর্বমূল্য বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। তাই স্বর্ণের দাম আপাতত বাড়ছে না। অর্থাৎ দেশের বাজারে আজ থেকে পূর্বের (৬ আগস্ট নির্ধারণ করা দাম) দামেই বিক্রি হবে স্বর্ণ ও রোপা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।