মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র একা ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট সমাধানে সফল হবে না। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্ব আমরা জানি। তাদের ছাড়া এই সঙ্কট সমাধান সফল হবে না। কিন্তু তাদের বোঝা উচিত যে, তারাও একা কোনও সমাধান করতে পারবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী আবারও জানান, এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে আলোচনা হওয়াই সবচেয়ে ভালো। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলিতভাবে আরব লিগের সঙ্গে বসতে পারে। ইসরাইলের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ল্যাভরভ। তিনি বলেনে, ফিলিস্তিনের সঙ্গে আমাদের যেমন বিশেষ সম্পর্ক রয়েছে তেমনি ইসরাইলের সঙ্গেও। আমরা চাই এমন কোনও সমঝোতায় পৌঁছাতে যাতে করে নিরাপত্তা খাতে ইসরাইলের আইনি স্বার্থ নিশ্চিত হয়। ল্যাভরভ জানান, তবে এমন সমঝোতায় ফিলিস্তিনের স্বার্থের হানি হওয়া উচিত না। পার্সটুডের খবরে বলা হয়, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে তা বাস্তবে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করে রাশিয়া। রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান লিওনিদ ¯øাতেস্কি বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মার্কিন ঘোষণাকে বাস্তবে পরিণত করতে হবে। তিনি বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে দেশটির সঙ্কট সমাধান ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সহজ হবে। মিডল ইস্ট মনিটর, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।