Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৪ এএম

মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (২৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত সদর ও গাংনী উপজেলার বিভিন্নস্থানে অভিযান তাদের গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও মেহেরপুর-২ (গাংনী) আসনের ধানের শীষের প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। গ্রেফতার আসামিদের ছেড়ে দেওয়া আহ্বান জানিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ