Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ২:৫০ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে নাশকতার অভিযোগে চার জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার দিয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন হামিদি, তিলাই ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী, সেক্রেটারি রমজান আলী ও তিলাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।

ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এখানে গোপন বৈঠকে মিলিত হয়-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০-১২ জন পালিয়ে যায়। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ