Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ২:৩৯ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী। তিনি জানান, হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট বাজার থেকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আকবর আলী ও তার ছোট ভাই ব্যবসায়ী নেয়ামত আলীকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশ গ্রেপ্তার করে।
অপরদিকে, অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়ারহাট এলাকার শাহ আমানত মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি ইসমাঈলকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বায়োজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা হাছান সওদাগর, নূরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল মান্নান, কামাল উদ্দিন ও মো. সোহেলকে।
এছাড়া বাসা-বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বিএনপি নেতা মো. ইয়াকুব ও সাবেক ছাত্রদল নেতা সারোয়ার আলম খানকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ