Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়নি বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বরাবরের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিতে পারেনি বাংলাদেশের সিনেমা। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গত মঙ্গলবার ৯১তম অস্কারের সেরা বিদেশি ভাষার সিনেমার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে। সেখানে স্থান পায়নি বাংলাদেশ থেকে পাঠানো মোস্তফা সরয়ার ফারুকীর ডুব। ৯১তম অস্কারের বিদেশি ভাষার সিনেমা বিভাগে জমা পড়ে ৮৭টি দেশের চলচ্চিত্র। এতে বাংলাদেশ থেকে জমা পড়ে ডুব। নন্দিত কথাশিল্পী হূমায়ুন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশ নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে বলে ধারণা করেন দর্শক-সমালোচকরা। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্রসহ অনেকে। অ্যাকাডেমির জুরী বোর্ডের সদস্যরা গত অক্টোবরের মাঝামাঝি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ডুবসহ জমা পড়া সব সিনেমা দেখেছেন। তারা বেছে নেন ৬টি সিনেমা। তবে অ্যাকাডেমির বিদেশি ভাষার সিনেমা বিভাগের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও তিনটি চলচ্চিত্র যুক্ত করেছে। এই ৯টি সিনেমা জুরী বোর্ডের সদস্যরা দেখে ব্যালটে ভোট দেবেন। তাদের রায়ে চ‚ড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র। উল্লেখ্য, সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগ ছাড়াও প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, মেকআপ ও হেয়ারস্টাইলিং, মৌলিক সুর সংযোজন, মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অস্কারের আয়োজকরা। অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই এ বছর ৭১তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। উল্লেখ্য, কানে জাপানের কোরি-ইদা হিরোকাজু পরিচালিত শপলিফটারস স্বর্ণ পাম জিতে। পোল্যান্ডের কোল্ড ওয়ার সিনেমার জন্য পাউয়েল পাওলোনস্কি সেরা পরিচালকের সম্মান লাভ করেন। লেবাননের কেপারনম সিনেমার জন্য নারী নির্মাতা নাদিন লাবাকি প্রিঁ দ্যু জুরি পুরস্কার পান কানে। কাজাখস্তানের সের্গেই দিভোর্তসেভয়ের আইকায় অনবদ্য অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রী হন সামাল ইয়েসলিয়ামোভা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ