Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিমিয়ায় মোতায়েন রুশ জঙ্গিবিমান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইউক্রেনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার জের ধরে ক্রিমিয়া উপত্যকায় বেশ কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ক্রিমিয়ার পুনর্নির্মিত বেলবেক বিমান ঘাঁটিতে অন্তত ১০টি এসইউ-২৭ ও এসইউ-৩০ জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধবিমান ‘স্থায়ীভাবে’ মোতায়েন করা হয়েছে বলেও আভাস দিয়েছে বার্তা সংস্থাটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স¤প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ডিসেম্বর মাস শুরু হওয়ার পর ক্রিমিয়া সীমান্তে ইউক্রেন ‘সামরিক উসকানিমূলক তৎপরতা’র প্রস্তুতি নিতে শুরু করেছে। ল্যাভরভ আরো বলেন, মস্কো ইউক্রেনকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না এবং এই পরিকল্পনার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী কিয়েভকে ‘নাৎসীবাদীদের মতো আচরণ’ করার দায়ে অভিযুক্ত করে বলেন, রাশিয়া কখনো ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না। ইউক্রেনের দোনবাস অঞ্চলের জনগণই দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করছে বলে ল্যাভরভ দাবি করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এসব উত্তেজনাপূর্ণ বক্তব্যের পরই ক্রিমিয়া উপত্যকায় রুশ জঙ্গিবিমান মোতায়েনের খবর এল। ২০১৪ সালে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে ওই উপত্যকাকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়। পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ জঙ্গিবিমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ