Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বগৌরবে ছুটছে গৌরব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

 ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিন ইভেন্টের সেমিফাইনালে উঠে কৃতিত্ব দেখিয়েছেন স্বাগতিক বাংলাদেশের শাটলার গৌরব সিংহ। তিনি একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতের শেষ চারে জায়গা করে নেন। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বালক এককের কোয়ার্টার ফাইনালে গৌরব ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টে স্বদেশি আকিব সোলায়মানকে হারিয়ে সেমিতে উঠেন। বালক দ্বৈতে চাচাতো ভাই মঙ্গল সিংহকে সঙ্গে নিয়ে ২১-১১ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ আরসালান আলী ও আহমেদ নিবাল জুটিকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন গৌরব। অন্যদিকে উর্মি আক্তারের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে ২১-০১, ২১-০৫ পয়েন্টে ভুটানের অনিশ গুরুং ও থিনলে ওয়াগমুকে হারিয়ে এই ইভেন্টের শেষ চার নিশ্চিত করেন সিলেটের এই জুনিয়র শাটলার।

কাল বালক এককের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে বাংলাদেশের আব্দুল হামিদ ২১-১৯ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশি মঙ্গল সিংহকে, সোয়াদ ২৪-২২ ও ২১-১৮ পয়েন্টে স্বদেশি রওনক নবী প্রিয়কে এবং সিবগাত ২১-১৮ ও ২১-১২ পয়েন্টে স্বদেশি মোহাম্মদ হানিফকে হারিয়ে সেমিফাইনালে উঠেন। বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রাজেশ চন্দ্র দে এবং রওনক নবী প্রিয় জুটি ১৯-২১, ২১-১৮ ও ২১-৯ পয়েন্টে শ্রীলংকার দুনশান ও নিলংকা জুটিকে, বাংলাদেশের মোহাম্মদ হানিফ ও আবদুল হামিদ লোকমান জুটি ২১-৭ ও ২১-৯ পয়েন্টে ভুটানের রিনজিন ও তেনজিন জুটিকে এবং বাংলাদেশের মোহাম্মদ সিবগাত উল্লাহ ও আকিব সোলাইমান জুটি ২১-১২ ও ২১-৬ পয়েন্টে ভুটানের জিম্বা সাংগে ও ইয়েসি রাতিন জুটিকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের উর্মি ২১-০৮ ও ২১-০১ পয়েন্টে ভুটানের থিনলে ওয়াগমুকে, বাংলাদেশের রহিমা জেরিন ২১-১৭, ১১-২১ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশি ফারবিন বিনতে ইমদাদকে, যুক্তরাষ্ট্রের রুহি রাজু ২১-১১ ও ২১-১২ পয়েন্টে বাংলাদেশের রেশমা আক্তারকে এবং ভারতের ত্রিষা ২১-৪ ও ২১-৬ পয়েন্টে বাংলাদেশের ফারজানা আক্তারকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। বালিকা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রহিমা জেরিন আহম্মেদ ও ক্যামেলি ইসলাম জুটি ২১-১২ ও ২১-১১ পয়েন্টে ভুটানের ফুনশু দিমা ও থিনলে ওয়াগমু জুটিকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। এছাড়া মিশ্র দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মঙ্গল সিং ও ফারবিন বিনতে ইমদাদ জুটি ২১-১৩, ১৭-২১ ও ২১-০৮ পয়েন্টে স্বদেশি হানিফ মোহাম্মদ ও ক্যামেলি ইসলাম জুটিকে, বাংলাদেশের আবদুল হামিদ লোকমান ও রেশমা আক্তার জুটি ২১-১৮ ও ২১-১৮ পয়েন্টে স্বদেশি আকিব সোলাইমান ও ফারজানা আক্তার জুটিকে এবং ভারতের মানবরাজ সুমিত ও ত্রিষা জলি জুটি ২১-০৫ ও ২১-০৫ পয়েন্টে বাংলাদেশের রাজেশ চন্দ্র দে ও রহিমা জেরিন আহমেদ জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে। আজ সবগুলো ইভেন্টে শেষ চারের খেলা অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ