বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (২৪) নামে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আদিল উদ্দীনের ছেলে। রোববার রাতে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সদর ভুমি অফিসের পেছনে তাকে ছুরকাঘাত করা হয়। আহত রাকিব জানান, তিনি পাশেই প্রসাব করার জন্য গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ফিসফিসিয়ে কি যেন আলাপ করছিল। তারা কারা ? জিজ্ঞাসা করতেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাকিবের ভাষ্যমতে তারা হামলা করার জন্য সেখানে এসেছিল। খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঝিনাইদহ সদর হাসপাতালে আহত ছাত্রলীগ কর্মীর বক্তব্য শোনেন। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠিয়ে দেওয়া হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আমরা রাকিবের উপর হামলার কারণ অনুসন্ধান করছি। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ জানান, রাকিব তাদের কর্মী। মিছিল মিটিংয়ে সে নিয়মিত অংশ নিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।