Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘পিথাই’ পৌষে শীত নামানোর বৃষ্টি

শফিউল আলম | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘পিথাই’ আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল (রোববার) রাতে সর্বশেষ প্রাপ্ত তথ্যে একই এলাকায় অবস্থান করছিল। ‘পিথাই’ আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে গত শনিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি অকালে সৃষ্ট ঘূর্ণিঝড়। এর নাম দেয়া হয় ‘পিথাই’। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরসমুহকে দুই নম্বর সঙ্কেত দেখানো হচ্ছে। ‘পিথাই’র গতিমুখ শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ ভারতের উপকূল বরাবর।
ঘূর্ণিঝড় ‘পিথাই’র প্রভাবে পৌষ মাসের শুরুতে শীতকালেও ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি ‘শীত নামানো বৃষ্টিপাত’ হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায়ও দেশের অনেক জায়গায় এ ধরনের হালকা, গুঁড়ি গুঁড়ি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ‘পিথাই’র প্রভাবে উত্তর জনপদের কোথাও কোথাও উত্তরের হিমেল হাওয়া বইছে। আবার কোথাও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় গরমের আমেজ বিরাজ করছে। আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘পিথাই’ কেটে গেলে দেশে জেঁকে বসবে শীত। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৭ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৬.৫ এবং সর্বনি¤œ ১৯.৩ ডিগ্রি সে.।
এদিকে আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। এরপরের ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
গতকাল সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘পিথাই’ আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪১৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ