Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস তাসলিম জাহান। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে, সহপাঠ কার্যক্রম এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধি করার বিষয়ে গুরচত্বারোপ করেন ও আশাবাদ ব্যাক্ত করেন যে, অতিশীঘ্্রই প্রতিষ্ঠানটি দেশসহ বিশ্বাঙ্গনে সফলতার স্বাক্ষর রাখবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল আলম চৌধুরী এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মোকসেদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংস্কৃতিক অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ