Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার দিনব্যাপী খেয়ালী নাট্যগোষ্ঠীর পথনাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষে ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগান নিয়ে সিরাজ উদ্দিন খান স্বরণে আজ রাজধানীর জুরাইনস্থ মুরাদপুর সমীরণনেসা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হচ্ছে খেয়ালী নাট্য গোষ্ঠী, ঢাকা’র ‘কাঙ্গাল কবীর অষ্টম পথনাট্যেৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকার ঐতিহ্যবাহী এ দলটি এবারও ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু দল নিয়ে পথনাট্যোৎসব সাজিয়েছে। চার দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য লাকী ইনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাট্যজন এ. কে. এ কবীর। চারদিন এই উৎসবে খেয়ালী তিনটি নাটক বটতলার পাগলা, যুদ্ধ, যুদ্ধ!, ভ্রমর কালো রাজা ছোট রানী প্রজাপতি প্রদর্শন করবে। এছাড়াও আরো পথনাটক পরিবেশিত হবে থিয়েটার আর্ট ইউনিট- এর জনম দুঃখী মা, প্রাচ্যনাট- এর আগুন খেলা, নাট্যতীর্থ- এর বিবর্ণ স্বাধীনতা, বাঙলা নাট্যদল- এর দ্বিসত্তা বিরাস ভুমি, বিবেকানন্দ থিয়েটার- এর বিসর্জন, রঙ্গপীঠ- এর আবেদন, ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার- এর সোনার বাংলা অপেরা, শব্দ নাট্যচর্চা কেন্দ্র- এর বীরঙ্গনার বয়ান, পদাতিক নাট্য সংসদ- এর পরিচয়, অবয়ব নাট্যদল- এর তোলো আওয়াজ, বাতিঘর- এর পাস্তলা সুন্দরী, চন্দ্রকলা থিয়েটার- এর আজব বাক্স এবং আরো বেশ কিছু দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেয়ালী নাট্যগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ