Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউইদের স্বপ্নময় দিন

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

টেস্ট ক্রিকেটে স্বপ্নের মত একটা দিন পার করেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮২ রানে গুটিয়ে দ্বিতীয় দিন শেষে ২৯ রানের লিড নিয়েছে স্বাগতিকরা, হাতে রয়েছে আট উইকেট। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করে ব্যাটে রয়েছেন টম লাথাম। অপরাজিত ফিফটি করে তার সঙ্গী আরেক অভিজ্ঞ রস টেলর। দুজনে অবিচ্ছিন্ন আছেন ৯০ রানের জুটি গড়ে।
নিউজিল্যান্ডের একমাত্র আক্ষেপ কেন উইলিয়ামসনের সেঞ্চুরি না পাওয়াটা। ৯৩ বলে ১০ চারে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলে দুর্ভাগ্যক্রমে স্কয়ার লেগে রাজিথাকে ক্যাচ দেন কিউই দলপতি। এর আগে ওপেনার লাথামের সঙ্গে গড়েন ১৬২ রানের জুটি। জিত রাভাল ৪৩ রান করে আউট হওয়ার আগে দিয়ে যান ৫৯ রানের দারুণ উদ্বোধনী জুটি। এর আগে হাতের এক উইকেটে এদিন ৭ রান যোগ করতে পারে লঙ্কানরা। ৮০ রানে আউট হন নিরোশান ডিকভেলা।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭৫/৯) ৯০ ওভারে ২৮২ (ডিকভেলা ৮০, কুমারা ০; বোল্ট ১/৮৩, সাউদি ৬/৬৮, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়েগনার ২/৭৫, প্যাটেল ০/১৪)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ওভারে ৮৪ ওভারে ৩১১/২ (রাভাল ৪১, ল্যাথাম ১২১*, উইলিয়ামসন ৯১, টেইলর ৫০*; লাকমল ০/৬০, রাজিথা ০/৭৮, ম্যাথিউস ০/১, পেরেরা ০/৫৯, কুমারা ১/৭৯, ডি সিলভা ১/৩০)। *দ্বিতীয় দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ