Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী হায়াতের ৫০তম সিনেমার নির্মাণ কাজ শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ-এর ৫০তম সিনেমার মহরত হয়েছে। সিনেমাটির নাম ‘বীর’। এর নাম ভ‚মিকায় অভিনয় করবেন শাকিব খান। শুধু তাই নয়, সিনেমাটির একটি গানে কণ্ঠ দেবেন শাকিব। সিনেমাটি প্রযোজনা করছেন মো. ইকবাল। তিনি জানান, শিগিগরই সিনেমাটির গানে কণ্ঠ দেবেন শাকিব। তার গান দিয়েই শুরু হবে সিনেমাটির যাত্রা। মহরত অনুষ্ঠানে নির্মাতা কাজী হায়াৎ, শাহীন সুমনসহ আরও ছিলেন। মো. ইকবাল বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি থেকে সিনেমাটির শূটিং শুরু হবে। তার আগে একটি গানের রেকর্ড শেষ করবো। মুন্সী ওয়াদুদের লেখায় সেই গানে কণ্ঠ দেবেন শাকিব খান। এর আগে তিনি মনের জ্বালা সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন। সেটি ছিলো একটি অংশ মাত্র। এবার বীর-এ পুরো গানেই কণ্ঠ দেবেন তিনি। গানটি হবে পুঁথি ঘরানার। চমক রাখতেই নায়ককে গায়ক হিসেবে হাজির করা হবে। তিনি বলেন, রাজনৈতিক গল্প নিয়ে নির্মিত হবে বীর। এতে শাকিব খানকে সাইকো চরিত্রে দেখা যাবে। মাদক ও সন্ত্রাসবিরোধী বিষয়বস্তু সিনেমাটির গল্পে উঠে আসবে। এতে অসাধারণ সংলাপ রয়েছে। যা দর্শকদের হৃদয়ে নাড়া দিবে। শাকিব খান বর্তমানে শাহেনশাহ সিনেমার শূটিংয়ে ব্যস্ত। শামীম আহমেদ রনী পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও রোদেলা। এছাড়াও তিনি কাজ করছেন শাহীন সুমনের একটু প্রেম দরকার সিনেমায়। এদিকে স¤প্রতি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়েছেন শাকিব। আদনান আল রাজীব পরিচালিত এ বিজ্ঞাপনে শাকিবের সঙ্গে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ