Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো চোরাগুপ্তা হামলা হতে পারে

চৌদ্দগ্রামে মুজিবুল হক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, মানুষ হত্যাকারীরা নির্বাচনকে সামনে রেখে আবারো মাঠে নেমেছে। এরা যেকোন সময় চোরগুপ্তা হমলা করতে পারে। জনগণের সাথে তাদের কোন প্রকার সম্পর্ক নেই। তাই তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এদের বিষদাঁত ভেঙে দিতে হবে এরা দেশ ও জাতির শ্রত্রæ। মন্ত্রী চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী মুজিবুল হক আরো বলেন, যারা নির্বাচিত হয়ে মানুষকে ভুলে যায় তাদের সকল ধোঁকাবাজি এখন চৌদ্দগ্রামের মানুষ বুঝে গেছেন, তাই তারা এখন নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সর্বহারা নেতাদের মতো ভিডিও বার্তার মাধ্যমে কেন্দ্র দখলের হুমকি দেয়। চৌদ্দগ্রামের সচেতন মানুষ এসব হুমকিকে পরোয়া করেনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফারুক আহাম্মেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, রাশেদা আখতার, অ্যাডভোকেট ড. আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ