Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওনা-কালিয়াকৈর রাস্তার উন্নয়ন চাই

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর সড়কটি গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার একমাত্র সংযোগ সড়ক। অবহেলা আর গুরুত্বহীনতার ক্ষত নিয়ে রাস্তাটি কয়েক লাখ মানুষের স্বাস্থ্য ঝুঁকির এক মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তার পাশে রয়েছে অনেক রফতানিমুখী শিল্পকারখানা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এই রাস্তাটিতে যে কোনো বাহনে চড়ে চলাচলকারী যাত্রীরা নানা ধরনের শারীরিক ব্যথা ও মেরুদন্ডের অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। রাস্তাটির বেশিরভাগ জায়গার কার্পেটিং উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা আসন্ন বর্ষার আগেই মেরামত না হলে বিরাট জনগোষ্ঠীর দু:খ-দুর্দশার অন্ত থাকবে না। খানাখন্দে ভরা রাস্তাটিতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ, বিকল হচ্ছে যানবাহন। এই রাস্তাটির বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে সাধারণ মানুষ। শিক্ষার্থী, কলকারখানার শ্রমিক, চলাচলকারী যাত্রী ও স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় এনে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংশ্নিষ্ট প্রশাসন দ্রুতই মেরামত ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে- এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।
প্রকৌশলী সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন