বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জেলা ও নগর পুলিশের বিশেষ অভিযানে আরও ৭০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া থানা পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৩১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গোদাগাড়ী থানায় একজন, তানোরে পাঁচজন, মোহনপুরে তিনজন, পুঠিয়ায় তিনজন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে ছয়জন, চারঘাটে তিনজন ও বাঘা থানায় সাতজন।
এদিকে নগর পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।