Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাজেয় বাংলার আবহে বিজয় দিবস উদযাপনে রবি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের এক গৌরবময় প্রতীক ‘অপরাজেয় বাংলা’ নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এ বছর বিজয় দিবস উদযাপন করতে ‘বিজয় দিবস ২০১৮’ ক্যাম্পেইনের অংশ হিসেবে স¤প্রতি ভিডিওটি প্রকাশ করেছে অপারেটরটি। ভিডিওটি দেশের সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত শক্তিকে উপস্থাপন করেছে। ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের ‘অপরাজেয় বাংলা’য় তিনটি চরিত্র চিত্রায়িত হয়েছে। ভাস্কর্যটির মাঝখানে কাঁধে রাইফেল ঝোলানো একজন কৃষক যার হাতে রয়েছে একটি গ্রেনেড যা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিচ্ছবি। তার বামপাশে রয়েছে প্রাথমিক চিকিৎসার বাক্স হাতে একজন সেবিকা এবং ডানপাশে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একজন শিক্ষার্থী। সম্প্রতি রবীন্দ্র সরোবরে ভাস্কর্যটির একটি অনুরূপ অবয়ব তৈরি করে অপরাজেয় বাংলার অদম্য এই শক্তিকে উদযাপন করেছে রবি। অনুষ্ঠানে তিনজন ব্যক্তি অপরাজেয় বাংলার তিনটি চরিত্র ফুটিয়ে তোলেন। তারা এমনভাবে সাদা মেকআপ নিয়েছিলেন যেন দেখতে ঠিক অপরাজেয় বাংলার চরিত্রদের মতোই লাগছিল। এ সময় সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাকসুদ, এলিটা, মিনার ও পড়সি’র সাথে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠেন ‘পূর্ব দিগন্তে’ গানটি। গ্রাহক ও দর্শকদের কাছ মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিওটি। রবি’র অফিসিয়াল ফেসবুক পেজে গত রবিবার পর্যন্ত ভিডিওটি ২৫ লাখ বার দেখা এবং ২২ হাজারের বেশি শেয়ার হয়েছে। ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য দেশের বিখ্যাত এই ভাস্কর্যগুলো সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এর অন্তর্নিহিত অর্থ বুঝতে সহায়তা করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ