Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদান

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৭:২০ পিএম

বগুড়ার সান্তাহারে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক এক হাজার টাকা করে অনুদান হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। স্থানীয় এ এফ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় শহরের আয়েজ প্লাজার দ্বিতীয় তলায় ফাউন্ডেশনের সদস্য ফজলুর রহমান বাদশার সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মানবাধিকার সদস্য রিজিয়া রহমান এ অনুদান প্রদান করেন। তিনি ১৩ জন ছাত্র-ছাত্রীর হাতে নগদ ১ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, শাহীন হোসেন, দোলোয়ার হোসেন,একরাম হোসেন দর্পন, মালেকা, ফাতেমা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ বছর যাবৎ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবি ছাত্র-ছাত্রীদের এই অনুদান প্রদান করে আসছে। আগামীতে ছাত্র-ছাত্রীদের সংখ্যা বাড়ানো হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ