Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন এনায়েত-নওশেররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

দেশের স্বনামধন্য ক্রীড়াবিদ ও সংগঠকদের আরও এক কোটি ২৭ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়াবন্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের তালিকায় ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও স্বাধীন বাংলা দলের অন্যতম সদস্য এনায়েতুর রহমান খান, প্রয়াত একেএম নওশেরুজ্জামান ও মাহমুদুর রশিদ। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এনায়েতকে ২০ লাখ, প্রয়াত মাহমুদুর রশিদের মেয়েকে ৩০ ও ছেলেকে ৩০ লাখ এবং নওশেরুজ্জামানের স্ত্রীকে ২৭ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এছাড়াও কৃতি ফুটবলার রিয়া সিনহার চিকিৎসার জন্য তার বাবার হাতে ১০ লাখ, আবু জেহাদ জুয়েলকে পাঁচ লাখ এবং সফল যুব উদ্যোক্তা প্রীতি ইসলামকে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আবদুল গাফফার এবং শেখ মো. আসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর অনুদান পেলেন এনায়েত-নওশেররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ