Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারলেন না গৌরব!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের তারকা শাটলার গৌরব সিংহ। গতকাল বিকেলে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মালয়েশিয়ার নাইমে আহমেদের কাছে ২১-১৪, ২১-১৬ পয়েন্টে হেরে বিদায় নেন তিনি। অন্যদিকে স্বাগতিকদের তবে আহসান হাবিব পরশ থাইল্যান্ডের ভিতিদসারমের কাছে, মঙ্গল সিংহ শ্রীলংকার দিনুকা করুনারতেœর কাছে হেরে ছিটকে পড়েন।
এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিন কাল সকালে আনন্দের ছোয়া লাগে বাংলাদেশ শিবিরে। পুরুষ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন স্বাগতিক তিন শাটলার গৌরব সিংহ, সালমান খান ও লাল চাঁন। দ্বিতীয় রাউন্ডের খেলায় গৌরব সিংহ ২১-১৭ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের জায়ান শাহীদকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। সালমান খান ২১-১০ ও ২১-১০ পয়েন্টে মালদ্বীপের নিবাল আহমেদকে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন। আর লাল চাঁন ২১-১৪ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশী আরিফুল ইসলাম তুহিনকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পান। কিন্ত বিকেলেই হতাশা হার জুটে গৌরব সিংহের কপালে।
পুরুষ দ্বৈতে বাংলাদেশের আহসান হাবিব পরশ ও গৌরব সিংহ জুটি নেপালের দিপেশ ধামি ও রতœজিৎ তামাং জুটির কাছে, মোয়াজ্জেম হোসেন ও রাহাত কবির খালেদ জুটি ভারতের অক্ষয় কদম ও অনিরুদ্ধ মায়েকার জুটির কাছে, তুষার কৃষ্ণ রায় ও আরিফুল ইসলাম জুটি, স্বদেশী হক ও খান জুটির কাছে, নবেন্দু রায় ও আকিব সোলায়মান জুটি ভারতের মোহনরাজ ও বেলাবান জুটির কাছে, আবুল খালেক ও লাল চাঁন জুটি স্বদেশী তানভির আহমেদ ও এবাদুল হক জুটির কাছে হেরে যায়।
মহিলা এককে বাংলাদেশের রেহানা পারভীন মালয়েশিয়ার কারু পাতেভানের কাছে হেরে বিদায় নেন। তবে মহিলা দ্বৈতে বৃষ্টি খাতুন ও রেহানা পারভীন জুিট ২১-১৭ ও ২১-১৪ পয়েন্টে মরিশাসের জেমিমা লেউং ও গানেশা জুটিকে হারায়। মিশ্র দ্বৈতে বাংলাদেশের শাপলা আক্তার ও রাহাত কবির খালেদ জুটি ২১-১৭ ও ২১-১৯ পয়েন্টে হার মানে ভারতের ভেঙ্কট গৌরব প্রাসাদ ও জুহি দেওয়ান জুটির কাছে। এদিকে আয়োজকদের চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে শেষ হয় ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। এদিন টুর্নামেন্টের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের পোহাতে হয় নানা ধরনের দুর্ভোগ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইন্টারনেট ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগের শিকার হন সংবাদকর্মীরা। পাশাপাশি বসার জায়গার অপ্রতুলতায় অনেক সাংবাদিককে দাঁড়িয়েই সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা করতে হয়েছে। তৃষ্ণা নিবারণে ছিলো না পর্যাপ্ত পানির ব্যবস্থাও। ফলে অনেকটা হ-য-ব-র-ল অবস্থার মধ্যেই সংবাদকর্মীরা নিজেদের কাজ সারেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ