Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাতা খিজির হায়াৎ হত্যা পরিকল্পনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াৎ খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। তারা হলেন- এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে আবু সালমান ওরফে হুজাইফা ও আবু বকর ওরফে ফাহিম আব্দুল্লাহ। পুলিশ বলছে, তারা আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য এবং মি. বাংলাদেশ চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াৎ খানকে হত্যার পরিকল্পনাকারী। গত সোমবার সন্ধ্যায় বনানীর ২৫ নম্বর রোডের ৫১ নম্বর নির্মাণাধীন ভবনের সামনে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। সিটিটিসির ডিসি মহিবুল ইসলাম খান বলেন, খিজির হায়াৎ খান জঙ্গিবিরোধী একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এজন্য তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্তের পর গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। দুই জঙ্গিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের অন্য সহযোগীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ