পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কাতারের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমদ বিন মুহাম্মদ আল দিহাইমি তার দেশের জাতীয় দিবস ও কাতারের মহান স্থপতি আমির শেখ জসিম বিন মুহাম্মদ বিন সানির স্মরণ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তাওফীক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এবং দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের পক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান নদভী। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত, মিশন প্রধান, কূটনীতিকগণ ছাড়াও মধ্যপ্রাচ্যভিত্তিক অনেক সাহায্য সংস্থা, এনজিও ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিরা অংশ নেন। নৈশভোজের আগে কাতার এয়ারওয়েজের বছরব্যাপী গ্রাহকদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।