Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় কাতারের জাতীয় দিবসে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ৮:০১ পিএম, ১১ ডিসেম্বর, ২০১৮

গত সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কাতারের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমদ বিন মুহাম্মদ আল দিহাইমি তার দেশের জাতীয় দিবস ও কাতারের মহান স্থপতি আমির শেখ জসিম বিন মুহাম্মদ বিন সানির স্মরণ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তাওফীক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এবং দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের পক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান নদভী। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত, মিশন প্রধান, কূটনীতিকগণ ছাড়াও মধ্যপ্রাচ্যভিত্তিক অনেক সাহায্য সংস্থা, এনজিও ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিরা অংশ নেন। নৈশভোজের আগে কাতার এয়ারওয়েজের বছরব্যাপী গ্রাহকদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ