Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের মধ্যস্থতায় এক হচ্ছেন কপিল-সুনীল!

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের কৌতুক তারকা সুনীল গ্রোভার জানিয়েছেন কপিল শর্মার সঙ্গে দল বেধে একটি অনুষ্ঠান করার জন্য অভিনেতা সালমান খান তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বিভিন্ন কারণে এই নতুন অনুষ্ঠানটির ব্যাপারে আর কোনও কিছু বলেননি। সালমান কপিলের সা¤প্রতিক একটি টিভি শোয়ের প্রযোজক, জানা গেছে তিনি দুই কৌতুক তারকার মাঝে আপসের জন্য মধ্যস্থতা করছেন। এক বিবাদের আগে কপিল আর সুনীল একটি কমেডি শোতে একসঙ্গে কাজ করতেন। সুনীল (৪১) সালমানের ‘ভারত’ ফিল্মে কাজ করছেন। তিনি জানিয়েছেন সালমান তার আর কপিলের মাঝে মধ্যস্থতার ব্যবস্থা করেছেন। “সালমান স্যার অনুষ্ঠানটি প্রযোজনা আ করছেন। আমার নিজের ডেট কপিলের শোয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে কারণ আমি সালমান স্যারের সঙ্গে একটি ফিল্মে কাজ করছি। আমি স্টার প্লাসে যে অনুষ্ঠানটি করছি সেটির সঙ্গে সময় মিলে যায়। “তবে তিনি আমাদের দুজনকে এক সঙ্গে কাজ করাবার জন্য এক সময় কথা বলেছিলেন। হঠাৎ করই এই কথা উঠেছিল, এর বেশি নয়,” সুনীল বলেন। কপিলের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত কি না জানতে চাইলে সুনীল বলেন, “ সময়ই বলবে। এই মুহূর্তে আমি আমার শো নিয়ে কাজ করছি, আশা করি সবার মুখে হাসি ফোটাতে পারব। সুনীল ‘কানপুর ওয়ালে খুরানাস’ শো নিয়ে টিভিতে ফিরেছেন। এতে তার সঙ্গে আছেন আলি আসগর এবং উপাসনা সিং; এই দুজন একসময় ‘দ্য কপিল শর্মা শো এবং কমেডি নাইটস উইথ কপিল’ অনুষ্ঠানে অংশ নিতেন। সুনীলের সঙ্গে কপিলের বিমানে বিবাদের পর তারা কপিলের অনুষ্ঠান ছেড়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ