Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতিযোগিতা মাস্টার্স অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল পশ্চিমবঙ্গের অশোকনগর স্টেডিয়ামে শেষ হওয়া দু’দিন ব্যাপী এ আসরে বাংলাদেশ ৩৩টি স্বর্ণ, আটটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়। বাংলাদেশ থেকে ৩৫ জন সাবেক অ্যাথলেট গেলেও পশ্চিমবঙ্গের হয়ে খেলেছেন বিভিন্ন রাজ্যের প্রায় একশ’জন। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ‘টুর্নামেন্টে আমরা আরও পদক জিততে পারতাম। কিন্তু একজন তিনটির বেশি ইভেন্টে অংশ নিতে পারবে না- এমন নিয়মের বেড়াজালে আটকে পড়েছিলাম। তাছাড়া ঝাড়খন্ডসহ বিভিন্ন রাজ্যের দল নিয়ে পশ্চিমবঙ্গ মাস্টার্স অ্যাথলেটিক্স দল গঠন করেছে স্বাগতিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ