নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা পেল স্বাগতিক বাংলাদেশ। গতকাল রাতে পল্টন ময়দান সংলগ্ন শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে বাংলাদেশ ৪০-৩৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচসেরা হন শ্রীলঙ্কার সহ-অধিনায়ক আসলাম সাজা। একই ভেন্যুতে বিকালে দিনের প্রথম ম্যাচে একটি লোনাসহ ৩৩-৩২ পয়েন্টে নেপালকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়েছে ইরাক। প্রথমার্ধে নেপাল ১৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচসেরা নির্বাচিত হন ইরাকের বালবুল হাসান ফায়েজ। একই ভেন্যুতে সন্ধ্যায় চারটি লোনাসহ ৬৪-২০ পয়েন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমির পথে এগিয়ে যায় গত আসরের রানার্সআপ শক্তিশালী কেনিয়া। ম্যাচসেরা হন কেনিয়ার জেমস কেমউইটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।