মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে চলতি বছর ২৩৫ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এর আগে খবর দিয়েছিলেন ২৩২ জন নিহত হওয়ার। খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজ্যের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরো তিন জন নিহত হয়েছে। দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে পরবর্তী ১৭ ঘন্টা ধরে অব্যাহত ছিল বলে রোববার জানিয়েছে এনডিটিভি। অভিযান চলাকালে এক সৈন্যও আহত হয়েছে বলে জানিয়েছে তারা। এ নিয়ে মোট ২৩৫ জন নিহত হলো। প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে ৫১ জন নিহত হয়েছেন, যারা ভারতীয় কর্তৃপক্ষের ভাষায় ‘সন্ত্রাসী’। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিহত হয়েছেন ৮৫ জন। বর্তমানে কাশ্মীর উপত্যকায় সক্রিয় ২৪০ জনের মত, যাদের মধ্যে বহিরাগতও আছে। আরেক কর্মকর্তা জানিয়েছেন, ১৯ জুন জম্মু ও কাশ্মীরে গভর্নরের শাসন জারি হওয়ার পর থেকে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির ‘লক্ষণীয় উন্নতি’ হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।