Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সেনাসহ কাশ্মীরে নিহত ৩

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরের উত্তাপ যেন কিছুতেই কমছে না। ভারতনিয়ন্ত্রিত এই রাজ্যটিতে গত ৪০ দিনের সহিংসতায় এ পর্যন্ত ৬৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার গভীর রাতে রাজ্যের বারামুলা জেলায় স্বাধীনতাকামীদের হামলায় সেনাবাহিনীর দুই সদস্য ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে বারামুলা জেলার খাওজাবাগ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় স্বাধীনতাকামীরা। এতে দুই সেনা নিহত ও আরো দুজন আহত হয়েছেন। এছাড়া এ সময় পুলিশের একটি গাড়ির ওপর হামলা চালালে এক পুলিশ নিহত ও আরো দুজন আহত হন। হামলার পরপরই স্বাধীনতাকামীরা পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী। এর আগে গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে রাজ্যে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন বারগাম জেলার বিরওয়াহতে এবং একজন অনন্তনাগের লারকিপোরা এলাকায় নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দিকে বিক্ষোভকারীরা পাথর ছুড়লে জবাবে তাদের প্রতি গুলি ছোড়া হয়। এদিকে, ভারত শাসিত কাশ্মীরে গত কয়েকদিন ধরে সহিংসতা অব্যাহত রয়েছে। এক মাসের বেশি সময় ধরে সেখানে কারফিউ চলছে। এই একমাসে সেখানে সংঘর্ষে অর্ধশতাধিক নিহত হয়েছে। কাশ্মীরে বিক্ষোভ-সহিংসতা নতুন কিছু নয়। কিন্তু এবার কেন এত লম্বা সময় ধরে সেখানে টানা সহিংসতা হচ্ছে? রাজনীতির গবেষক এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রীয়াজ বলছেন দু’দেশের মধ্যেই এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা কাশ্মীর সমস্যার সমাধান চায় না। কারণ এমন পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের প্রভাব অব্যাহত থাকে। তিনি বলেন কাশ্মীরের সমস্যার সাথে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি, সেখানকার কয়েকটি সংগঠন এবং সামরিক বাহিনীর একটি অংশের স্বার্থের সঙ্গে জড়িত। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই সেনাসহ কাশ্মীরে নিহত ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ