রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আজ ১০ ডিসেম্বর। এ দিনটি সুন্দরগঞ্জ উপজেলাবাসির জন্য একটি স্বরণীয় দিন। কারণ এদিনে পাক-হানাদার বাহিনীর কবল থেকে সুন্দরগঞ্জ এলাকা মুক্ত হয়। মহান স্বাধীনতা সংগ্রামের ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আজকের দিনে সুন্দরগঞ্জ শত্রু মুক্ত হলে ‘বিজয় উল্লাস’ আর ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল আকাশ বাতাস। এ এলাকা হানাদার মুক্ত করতে অসংখ্য জীবন বলীদান এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রম হানি হয়েছিল। সেই ভয়াবহ দিনে কত কি যে ঘটেছে তার পরিসংখ্যান নেই। স্বাধীনতার ৪৭ বছর পর কেউ তাদের খোঁজ খবরও রাখেনি। ৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী সারাদেশের ন্যায় এ এলাকায়ও ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী মানুষের উপর। সে সময় পাক হানানার বাহিনীর এদেশীয় দোষর, রাজাকার, আলবদর, আলশামস্, পিচ কমিটি, শান্তি কমিটির সদস্য এলাকার অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে ক্ষতি সাধন করেছিল কোটি কোটি টাকার ধন সম্পদ। এমনকি এ বাহিনীর তান্ডবে এলাকার মানুষ ভয়ে জঙ্গলে ও গর্তে পালিয়ে থাকত। এ সুযোগ বুঝে বাড়িতে থাকা স্বতী-সাধবী নারীদের উপর ঝাঁপিয়ে পড়ত রাজাকার ও আলবদর বাহিনী। হানাদারদের অত্যাচার থেকে রেহাই পেতে দেশ প্রেমিক মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এভাবে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করতে করতে পাক হানাদার বাহিনী দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে ৯ ডিসেম্বর এ এলাকায় প্রায় ৩১১ জন সংগ্রামী মুক্তিযোদ্ধার আগমন ঘটে। স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের আগমন ঘটায় সম্মুখযুদ্ধ ছাড়াই ১৯৭১ সালের ৯ ডিসেম্বর রাতের আঁধারে পাক হানাদার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরের দিন ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সাথে স্বাধীনতাকামী মানুষ একত্রিত হয়ে সুন্দরগঞ্জে পাক হানাদার বাহিনীর খোঁজে তল্লাশি চালায়। এ তল্লাশিতে পাক বাহিনীর কোন সদস্যকে না পেয়ে সেদিন মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিকামী জনগণ বিজয় উল্লাস করে। সেই থেকেই ১০ ডিসেম্বরকে সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস ঘোষণা করা হয়। যার ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু জানান, প্রতিবছরের ন্যায় ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।