Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে ভিন্ন সাজে বাংলাদেশি আজাদ মিয়ার বিজয় দিবস উদযাপন

দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্যের বহিঃপ্রকাশ

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:৪৫ পিএম

দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ-অনুভূতি ও আনুগত্য প্রকাশে ভিন্ন সাজে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি আজাদ মিয়া। তিনি গতকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও আমিরাতের জাতীয় পতাকা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে তার তৈরিকৃত রিক্সায় তাদের ছবি লাগিয়ে এবং বাংলাদেশের জাতীয় পতাকার আদলে তৈরি পোশাক পরিধান করে অপরূপ সাজে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ আরব আমিরাতের আলআইনের বিভিন্ন রাস্তায় রিক্সা চালিয়ে সবার নজরকাড়েন। দেশের প্রতি এতো ভালোবাসা, আবেগ-অনুভূতি ও আনুগত্য দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। প্রবাসী বাংলাদেশিরা তাকে জানান শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। দু' ছেলে এক মেয়ের জনক আজাদ মিয়ার বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি প্রায় ৩১ বছর ধরে থাকেন আরব আমিরাতের গ্রীনসিটি আলআইনে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ