গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় গ্রেফফতার শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে জামিন দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ রোববার (৯ ডিসেম্বর) এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষে আইনজীবী জাহাঙ্গীর আলম জামিন আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় হাসনা হেনার জামিন মঞ্জুর করেন।
পল্টন থানার জিআরও জালালুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্কুলে ‘বাবার অপমান সইতে না পেরে’ অরিত্রী গত সোমবার নিজ বাসায় আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পাওয়ায় স্কুলের অধ্যক্ষসহ তিন শিক্ষকেকে বরখাস্ত করা হয়। এর মধ্যে হাসনা হেনাও ছিলেন।
এছাড়া অরিত্রীর আত্মহত্যার ঘটনায় তার বাবা দিলীপ অধিকারী পল্টন থানায় তিন শিক্ষকের বিরুদ্ধে ৩০৫ ধারায় মামলা করেন। মামলায় তৃতীয় আসামি ছিলেন হাসনা হেনা।
মামলাটি অধিকতর তদন্তের জন্য পল্টন থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব-ডিবি) কাছে মামলাটি পাঠানো হয়।
গত বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ডিবি পুলিশ অভিযান চালিয়ে উত্তরার একটি হোটেল থেকে হাসনা হেনাকে গ্রেফতার করে।
এদিকে, হাসনা হেনা গ্রেফতারের পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে ভিকারুননিসার প্রক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তারা হাসনা হেনাকে নির্দোষ দাবি করে গত তিন দিন ধরে একটানা আন্দোলন চালিয়ে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।