মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত তিন স্বাধীনতাকামী। শনিবার সন্ধ্যায় হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা সদস্য। খবর এনডিটিভি।
কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ বিচ্ছিন্নতাবাদী। যার মধ্যে গত ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে নিহত হয়েছে আরও ৫১ জন সন্ত্রাসী। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে প্রাণ হারায় কমপক্ষে ৮৫ জন।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, বর্তমানে কাশ্মির উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা ২৪০। যাদের মধ্যে বহিরাগতের সংখ্যাও কম নয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন থেকে ৫ ডিসেম্বরের মধ্যে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীর গুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত দশজন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৮৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।