Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজতেমা মাঠে সংঘর্ষের সময় প্রশাসনের কেউ প্রস্তুত ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে দায়ের করা মামলার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার বিকেলে ইজতেমা ময়দান পরিদর্শন ও তাবলিগের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের পর যথা সময়েই বিশ্ব ইজতেমা হবে বলে আমরা বিশ্বাস করি। সারা দেশের মানুষ ইজতেমার দিকে তাকিয়ে আছে। মুসল্লিরা এখানে আসেন ধর্মীয় কাজে। এরা কিভাবে মারামারি করে সেটাই প্রশ্ন। আর সে জন্য প্রশাসনের কেউ প্রস্তুত ছিল না।

তিনি বলেন, প্রশাসনের লোকজনের সামনে জোর করে একটি পক্ষ ইজতেমা ময়দানে প্রবেশ করে। আমরা ভেবেছিলাম তারা ইজতেমা ময়দানে প্রবেশ করে প্রস্তুতি সভা করবে। কিন্তু তারা ভাঙচুর চালিয়ে যারা ছিলেন তাদের আহত করেন। এটা সত্যিই দুঃখ জনক ঘটনা। যেহেতু এখানে একটি হত্যাকান্ড হয়েছে, তিনজন সাথী মৃত্যু শয্যায় রয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। এজন্য থানায় ও আদালতে তিনটি মামলা হয়েছে।

ইজতেমা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই ইজতেমা হবে। দুই পক্ষ আবার বসে তাদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তা নিরসন করবেন। ইজতেমা আবার হবে এটা আমরা বিশ্বাস করি। এবারই প্রথম একটু ঝামেলা হয়েছে।
এসময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর ২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মী ও তাবলিগের মুরব্বীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Jakaria ৯ ডিসেম্বর, ২০১৮, ৬:৪০ এএম says : 0
    Omek valo
    Total Reply(0) Reply
  • Nazmul ৯ ডিসেম্বর, ২০১৮, ৮:২৯ এএম says : 0
    যখন তারা এই ঘটনা করেছে,তখন পুলিশ ছিলো ওখানে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ