Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে লাঠির পেটায় ১ জন নিহত

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১০:০৫ পিএম | আপডেট : ১২:০৯ এএম, ৯ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর আবাসন প্রকল্প এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মগনু মিয়া নামেন এক যুবকের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর এলাকার মৃত মো. টনু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোঃ ফিরোজ মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নিহত মগনুর কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন পিছন দিক থেকে নিহত মগনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো একই এলাকার আবু তাহের এর ছেলে সুমন মিয়া ও শিপুল মিয়া।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ